লালমনিরহাটে গণহত্যার পরিবেশ থিয়েটার “লালমনি ৭১” মঞ্চায়ন

0
9

প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৬৪ জেলায় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার বধ্যভূমিতে গণহত্যার পরিবেশ থিয়েটার “লালমনি ৭১” মঞ্চায়ন করা হয়। স্থানীয় এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে গতকাল ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টায় শুরুতে লালমনিরহাট জেলার জেলা প্রশাসক মো: আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি লিয়াকত আলী লাকী মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বিশেষ অতিথি অ্যাডভোকেট মো: মতিয়ার রহমান চেয়ারম্যান জেলা পরিষদ, আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম) পুলিশ সুপার, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি সাবেক সংসদ সদস্য, রেজাউল করিম স্বপন মেয়র লালমনিরহাট পৌরসভা, কামরুজ্জামান সুজন চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতিক, মো: মেজবাহ উদ্দিন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। নাটকটি রচনা করেন শ্রাবণী প্রামানিক, পরিকল্পনা ও নির্দেশনা সম্রাট প্রামানিক। লালমনিরহাট জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় ১০০জন কর্মী এই নাটকে অভিনয় করেন। এ সসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাট জেলা শাখার সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টিটু এবং জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ কয়েক হাজার দর্শক নাটকটি উপভোগ করেন।