জাককানইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0
3

এরশাদ আবির, জাককানইবি প্রতিনিধি:

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে কালো ও জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরবর্তী কর্মসূচি হিসেবে আজ সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হয়ে কালো ব্যাচ ধারণ করে সকাল ১১ টায় চির উন্নত মম শির চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর মো: জালাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো হুমায়ুন কবির, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা দিবসের কর্মসূচি শুরু করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন হল, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বঙ্গবন্ধু নীলদল, তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সহ বিভিন্ন সংগঠন পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে জাতির সূর্যসন্তান এবং বীর শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের অর্ন্তবর্তীকালীন উপাচার্য ও ট্রেজারার প্রফেসর মো: জালাল উদ্দিন বলেন, “পরিকল্পনা করে জাতির সূর্যসন্তানদের নিঃশেষ করে দেওয়ার যে ষড়যন্ত্রের শিকার আমরা, তা কাটিয়ে উঠে দাঁড়াতে হবে আমাদের সকলের”।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন এবং মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. আহমেদুল বারী। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের সদস্য সচিব নুসরাত শারমিন তানিয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানসূচি অনুযায়ী সন্ধ্যা ৫.৩০ এ প্রদীপ প্রজ্জ্বলন এবং সন্ধ্যা ৬ টায় নজরুল ভাস্কর্য প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শনীর কথা রয়েছে।