বঙ্গোপসাগরের সোনাদিয়া পয়েন্ট থেকে চার দিন ধরে নিখোঁজ কক্সবাজারে নিয়োজিত জাতিসংঘের কর্মকর্তা ইথিওপিয়ার নাগরিক সোলিমান মুলাটার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলেদের জালে আটকা পড়লে লাশটি তীরে তুলে আনা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ইথিওপিয়ার নাগরিক সোলিমান মুলাটা চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সুরক্ষা কর্মকর্তা হিসেবে কমর্রত ছিলেন।
আফরুজুল হক জানান, সোলিমান মুলাটা কক্সবাজারের কলাতলীতে মেঘালয় নামের একটি আবাসিক হোটেলে থাকতেন। গত সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে সাগরের সোনাদিয়া পয়েন্টে জেলেদের জালে আটকা পড়ে লাশটি। তার পোশাকের পকেটে তিনটি ডলার এবং ১০ হাজার টাকাসহ একটি কার্ড এবং কিছু কাগজপত্র পাওয়া গেছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, জাতিসংঘের ঢাকা অফিসে কর্মরত এক সহকর্মীর সঙ্গে সোলিমান মুলাটারের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটি কক্সবাজারে পদায়ন হয়। এর পর থেকে দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। ধারণা করা হচ্ছে, সে কারণে সাগরের ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারেন সোলিমান মুলাটা।