
রাজ-কুমার দেব, রাজার হাট উপজেলা প্রতিনিধি:
এবার হাতের নাগালের বাইরে আলু বীজের দাম হতাশ তিস্তা চরের চাষিরা। হঠাৎ বন্যার কারণে তলিয়ে গেছে বীজতালা,আবার নতুন করে বুনতে হবে আলুর বীজ। তিস্তার বুকে জেগে উঠা চরে চাষিরা শুরু করছিল আলু মিষ্টি কুমড়া সহ আরো অনেক কিছু। তবে হঠাৎ বন্যা হওয়ার কারণে তলিয়ে গেছে সব বীজতলা এতে দুশ্চিন্তায় তিস্তা পারের কৃষকরা। তবে আলু চাষিদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তিস্তার বুকে চর জেগে উঠার সঙ্গে সঙ্গে প্রতি বছরের ন্যায় ব্যাপক চাষিরা আলু বীজ বপন শুরু করে। শুরুর দিকে বীজের দাম ছিল স্বাভাবিক কিন্তু বন্যার কারণে উর্দ্ধ গতিতে বেড়েছে বীজের দাম এতে দুশ্চিন্তায় কৃষকরা। এ ব্যাপারে আমারা তিস্তা চরের কয়েকজন আলু চাষির সাথে কথা বলে জানতে পারি এই প্রথম ক্ষতির মুখে পরেছে আলু চাষিরা, এর আগে কখনো আলু বীজ বপন করার সাথেই এভাবে বন্যা হয়নি। আমরা স্থানীয় বীজ ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পারি আলু বপনের শুরুর দিকে বীজের দাম কম ছিল, এতে অনেক ডিলার লচের মুখে পরেছে এখন স্টোরে পর্যাপ্ত বীজ না থাকায় এবং কিছু অসাধু ব্যবসায়ির কারণে বীজে দাম বেড়েছে। তবে কিছু দিনের মধ্যেই দাম কমতে পারে বলে মন্তব্য তাদের।