চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি হতে পারে: সিপিডি

0
46

অনলাইন ডেস্ক : চলতি অর্থবছরে ৪০ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার (৭ জানুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশ অর্থনীতি ২০১৬-১৭’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সিপিডির পক্ষে রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান গবেষণা প্রতিবেদনটি তুলে ধরেন।অর্থএসময় তৌফিকুল ইসলাম বলেন, ২০১৫-১৬ অর্থবছরে সিপিডি প্রায় ৩৮ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল। আর বছর শেষে রাজস্ব ঘাটতি হয়েছিল ৩৭ হাজার ৫৭ কোটি টাকা। সুতরাং এটা প্রমাণিত সিপিডি সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করে তথ্য উপাত্তের ভিত্তিতে মত দিয়ে থাকে।

তিনি বলেন, চলতি বছরেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না। আমরা মনে করি এ অর্থবছরেও প্রায় ৪০ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি থাকবে।