
রাজীব প্রধান, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর কেওয়া পশ্চিম খন্ড এলাকা হতে ওসি অপারেশন গোলাম সারোয়ার,এর নেতৃত্বে আন্ত -জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ টি রামদা, ১টি সাবল, ১টি কোড়াল আর লাঠি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, ১.সিয়াম (১৮),পিতা, শহিদ ২.বাবুল (৪৪),পিতা মৃত জুবেদ আলী ৩.ফিরোজ, পিতা, মৃত আবুল কালাম, ৪.শহিদ, পিতা, দানেস আলী। ৫.আলহাজ, পিতা,- বানেস আলী। সর্ব সাং,কেওয়া পশ্চিম খন্ড, শ্রীপুর গাজীপুর। ৬.কাজল, পিতা, মৃত জামাল, সাং ঃ- দেওয়াখোলা, গৌরীপুর থানা, ময়মনসিংহ। এবিষয়ে এস আই মামুনুর রশীদ বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তিনি জানান,শ্রীপুর থানায় জিডি ৮১৭, পিসিসি নং -৩৮৭/২০২২ মূলে ১৪ তারিখ রাত ১টা ৪৫ মিনিটে সঙ্গীয় ফোর্স শরিফুল ইসলাম এবং বিপ্লবের সহায়তায়,শ্রীপুর থানাধীন টেপিরবাড়ী অবস্থান কালে গোপন সংবাদের ভিওিতে কেওয়া পশ্চিম খন্ড সাকিনস্থ শাহিদের বাড়িতে কিছু লোকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাইয়া সত্যতা জাচাই করার জন্য রাত অনুমান ২ঃ১০ মিনিটে ঘটনা স্থলে যাই। এবং উক্ত স্থান থেকে তাদের গ্রেফতার করে নিজ হেফাজতে নিয়ে আসি। এবং তাদের বিরুদ্ধে ৩৯৯,৪০৫ পেনাল কোড অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে আদালতে পাঠানো হয়।
এই বিষয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) গোলাম সারোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত অনুমান ২টা ১০ মিনিটে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে সোমবার আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে পাঠানো হয়েছে।