রাণীনগরে খাবারের হোটেল মালিককে জরিমানা

0
23

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে খাবারের দুই হোটেল মালিককে মোট ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহাদত হুসেইন মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
রাণীনগর উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের পেশকার আবু
রায়হান বলেন,এদিন দুপুরে উপজেলা সদরে রুহুল আমিনের একটি এবং পার্শ্বে আব্দুল
বারিকের একটি খাবারের হোটেলে অভিযান পরিচালনা করা হয়। হোটেলে খাবারে নিন্মমান,অস্বাস্থ্যকর পরিবেশ এবং দইয়ের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার আইনে রুহুল আমিনকে ৭হাজার এবং বারিক হোসেনকে ৪হাজার টাকা জরিমানা করা হয়েছে। #