নেত্রকোণায় পিক-আপ ও সিএনজি সংঘর্ষে নিহত এক আহত ২

0
9

বিপুল জামান লিখন, নেত্রকোণা প্রতিনিধি:

রোববার(২৫ এপ্রিল) বিকালে নেত্রকোণার সদর উপজেলার সাকুয়া বাজারে সিএনজি ও পিক-আপ মুখোমুখি সংঘর্ষে রাজীব হোসেন রাজু (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছে। রাজীব হোসেন রাজু একজন ফুল ব্যাবসায়ী।তিনি নেত্রকোণার ছোট বাজার এলাকার মৃত বিমল লস্করের ছেলে।রোববার বিকালে ময়মনসিংহ থেকে ফুল কিনে নেত্রকোণার দিকে আসছিল তখনই নেত্রকোণার সাকুয়া বাজারে আসতেই সংঘর্ষ হয়।ঘটনাস্থলে রাজু মারা যান এবং বাকী দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।আহত ব্যক্তিদের পরিচয় জানা যায় নি। এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ তাজুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।