নওগাঁর মান্দায় ডিগ্রী পরিক্ষার ২২ টি উত্তর পত্র সহ চক্রের ২ জন কে আটক করেছে পুলিশ

0
70

স্টার্ফ রিপোটারঃনওগাঁর মান্দা উপজেলায় চলতি ডিগ্রী পরিক্ষার ২২ টি উত্তর পত্র সহ প্রতারক চক্রের ২ জন কে আটক করেছে পুলিশ ।পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলার কুসুম্বা মহা সড়কে একটি মাইক্রো বাস থামিয়ে তল্লাসী কালে ৪ টি ডিগ্রী পরিক্ষার উত্তর পত্র সহ হোসেন আলী নামের এক জন কে আটক করে।পরে আটক হোসেন আলী কে নিয়ে অভিযান চালিয়ে নওগাঁ সদরের কলেজ মোড় থেকে মেহেদী হাসান নামের আরো একজন কে ১৮ টি উত্তর পত্র সহ আটক করে।মান্দা থানার অফিসার ইনচার্জ মো: আনিসুর রহমান জানায় একটি চক্র মোটা অংকের টাকার বিনিময়ে ডিগ্রী পরিক্ষার সাদা খাতায় উত্তর লিখে চক্রের হাতে তুলে দিয়ে অসাধু এ কারবার করে আসছিল ।আটক মেহেদী নওগাঁর চকরাম চন্দ্র মহল্লার জয়নাল আবেদিন এবং হোসেন আলী মান্দা উপজেলার ভালাইন গ্রামের মোবারক আলীর ছেলে ।