
জাকির ইসলাম মিন রংপুর জেলা প্রতিনিধিঃ-
রংপুর জেলার কাউনিয়া উপজেলা কুর্শা ইউনিয়ন গোপাল গ্রামের মোঃ লিচু মিয়ার ছেলে, (সিঙ্গেরকুড়া) আমিন (৪৫) নামের এক যুবক আত্নহত্যা করে। তিনি গোপাল গ্রামে মাটি কাটার কাজ করতেন। তার আয়-রোজগারের একমাত্র রাস্তা ছিল মাটি কাটা। তাও আবার সবসময় কাজ চলতো না। দরিদ্র হওয়ার কারণে নিয়মিত কাজ না চলায় সে বিষন্নতায় ভুগতেন। গোপাল গ্রামের সকল মানুষ তাকে নম্র-ভদ্র বলেই জানতো। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে কুর্শা ইউনিয়ন পোপাল গ্রামের মাঝে শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসীরা বলেন, তার পরিবারের সদস্য সংখ্যা ছিন পাঁচজন। সে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তানের পরিবার সে ছিল পরিবারের প্রধান। পরিবারের আর্থিক চাহিদা মিটাতে হিমশিম খেয়ে যাচ্ছিল। তার রোজগারের পথ মাটি কাটা। সেই টাকায় চলতো তার পাঁচ সদস্যর পরিবার। আমিন মিয়ার নিয়মিত কাজ না চলায় সে মানবিকভাবে ভেঙ্গে পড়ে। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে গত রাতে শোয়ার ঘরে গলায় ফাঁস দেয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৪৫) বছর। আমিন মিয়া স্ত্রী ও তিন ছেলে/মেয়ে রেখে যান।