Uncategorized শেখ কামাল ক্লাব কাপ থেকে বিদায় চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসের October 25, 2019 0 6 Share on Facebook Tweet on Twitter আগের ২ ম্যাচে হারের ফলে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছিলো টিসি স্পোর্টস। এদিনও ভাগ্যের বদল করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৭ মিনিটেই এগিয়ে যায় ইয়ং এলিফেন্ট। স্কোরশিটে নাম তোলেন বনফাচন। দ্বিতীয়ার্ধে লাওসের ক্লাবটিকে আবারো এগিয়ে নেন অধিনায়ক।