জাতিসংঘে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অনুমিত পাওয়া গেছে। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ ভোটে এই পতাকা ওড়ানোর অনুমতি দেয়া হয়। জাতিসংঘ সদরদপ্তরে এই প্রথমবারের মতো পতাকা ওড়ানোর অনুমতি পাওয়া গেল। এই সিদ্ধান্ত ইসরাইলকে ক্ষুব্ধ করবে বলেই ধারা করা হচ্ছে।
পতাকা ওড়ানোর মাধ্যমে জাতিসংঘের সদস্যপদ লাভের ক্ষেত্রে ফিলিস্তিন একধাপ এগিয়ে গেল। জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১১৯ জন পক্ষে ভোট দেন। যুক্তরাষ্ট্র এবং ইসরাইলসহ ৮ টি দেশ বিপক্ষে ভোট দেয়। ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশসহ ৪৫ টি দেশ ভোটদানে বিরত থাকে। তবে ফ্রান্সসহ প্রায় এক ডজন দেশ ভোট ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়। প্রস্তাবটি উত্থাপন করে ফিলিস্তিন। প্রস্তাবে বলা হয়, পর্যবেক্ষক দেশ হিসেবে ফিলিস্তিন জাতিসংঘ সদরদপ্তর এবং অফিসে পতাকা উত্তোলন করবে। এই প্রস্তাব পাস হওয়ার পর ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রাম হামদাল্লাহ প্যারিসে সাংবাদিকদের বলেন, এটা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে অন্যতম পদক্ষেপ। -এনডিটিভি