বিপুল পরিমাণ মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস

0
45
কুড়িগ্রাম প্রতিনিধি: দুই মামলায় জব্দকৃত ২শ ৭০ কেজি গাঁজা ও ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পুড়িয়ে ধ্বংস করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

 

রবিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ ও সিনিয়র জডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার রিপন কুমার মোদক এর উপস্থিতিতে সদর থানা প্রাঙ্গনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস ছোবহান, এসআই আবু তালেবও উপস্থিত ছিলেন।

 

সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস ছোবহান জানান, ০১/১০/২০১৬ইং ধরলা ব্রীজ এলাকায় একটি কাঠের গুড়া ভর্তি ট্রাক থেকে ৩৮৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করে এবং ২৬/০৯/২০১৬ইং সদরের পুরাতন রেল স্টেশন পাড়ার একটি বাড়ি থেকে ৩হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়।

 

আদালতের নির্দেশে আটককৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।