নওগাঁয় পল্লী বিদ্যুৎকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর

0
346

সময়ের পাতা ডেস্ক রিপোর্ট :মোঃখালেদ বিন ফিরোজ,নওগাঁ সদর উপজেলার চকমহাদেব এলাকায় পল্লী বিদ্যুৎকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে গত ০৪ মে বৃহস্পতিবার দিবাগত রাতে, রাতের অন্ধকারে বৈদ্যুতিক খুঁটি নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তর করায় যেকোনো সময় ভয়াবহ বৈদ্যুতিক দূর্ঘটনা আশংখা করছে স্থানীয় ভূক্তভোগীরা|স্থানীয় সূত্রে জানা যায়,গভীর রাতে মোঃমকবুল(৬৮),মো.সবুজ হোসেন,ভেদু হোসেন, জয়েন হোসেন ও তাদের কয়েকজন মুখোশধারী সহযোগী বৈদ্যুতিক খুঁটি নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে। বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করায় লতা বেওয়া(৫৫) এর বাড়ির টিনের ছাউনীতে বৈদ্যুতিক তার লেগে থাকায়, বিশেষ করে ঝড়ে যেকোনো সময় অকাংখিত দূর্ঘটনার আশংখা করছে উক্ত পরিবার।অভিযুক্ত সবুজ হোসেন জানান বৈদ্যুতিক খুঁটি থাকায় বাড়ি নির্মাণ করতে পারছিলাম না। তাই আমরা রাতে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করেছি।অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন,বিষয়টি পল্লী বিদ্যুৎকে না জানিয়ে করা হয়েছে,যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাদের করার কিছুই নাই।নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) মোঃহাদিউজ্জামান বলেন,বিষয়টি জানতে পেরেছি,তদন্ত পূর্বকঅভিযুক্ত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।