হাবিপ্রবিতে হিসাব শাখার নতুন পরিচালক

0
338

 মুহিউদ্দিন নুর,দিনাজপুর প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সাবেক পরিচালক ও

Likhon sir

মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শাহাদাৎ হোসেন খান । তিনি দেশের বাইরে ছিলেন কিছুদিন আগেই দেশে ফেরেন । বিদেশে যাওয়ার আগে পযন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুপ্তপূর্ণ দায়িত্বে ছিলেন । প্রফেসর শাহাদাৎ হোসেন খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন । ১৯৯৬ সালে তিনি বিলুপ্ত হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজের(বর্তমান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) প্রভাষক হিসেবে যোগদান করেন । ২০০৩ সালে তিনি জাপান সরকারের (Monbukagakusho) বৃত্তি অর্জন করেন ।২০০৪ সালে তিনি মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক পদে পদন্নতি লাভ করেন । ২০০৯ সালে তিনি জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইসডি ডিগ্রী অর্জন করেন এবং ২০১১ সালে অধ্যাপক হিসেবে পদন্নতি পান । দেশি বিদেশী জার্নালে তার প্রায় ২৫ টি প্রকাশনা আছে । তিনি শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক সংগঠন , খুলাধুলা , রোভার স্কাউট সহ বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন । সর্বশেষ তিনি হিসাব শাখার দায়িত্ব পেলেন । নতুন দায়িত্ব পেয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড মুঃ আবুল কাসেমকে ধন্যবাদ জ্ঞাপন করেন । তিনি বলেন মাননীয় উপাচার্য আমার উপর ভরসা করে দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব সুচারুরুপে পালন করার সর্বোচ্চ চেষ্টা করে যাবো ।