পুলিশের একটি উদ্ধারকারী বাহন বিকল হয়ে সোমবার সকালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঢাকার বিমানবন্দর সড়কে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-উত্তর) প্রবীর কুমার রায় জানান, সকাল ৮টার দিকে প্রগতি সরণির মুখে কুড়িল ফ্লাইওভারের কাছে পুলিশের একটি রেকার বিকল হয়ে যায়।
আধাঘণ্টা পর রেকারটি সরিয়ে নেওয়া হলেও দুই লেনের ফ্লাইওভারের একটি লেন বেশ কিছু সময় বন্ধ থাকায় সৃষ্টি হয় যানজট।
যানজটে আটকে থাকা আসলাম বাবু নামের এক অফিসযাত্রী জানান, উত্তরায় অফিসে পৌঁছানোর জন্য সকাল ৭টা ৫০ মিনিটে মিরপুরের কালসী থেকে বাসে উঠেছিলেন তিনি। বাস ৮টার দিকে র্যাডিসনের উল্টো দিকে জ্যামে আটকে যায়। প্রায় ১৫ মিনিট ধরে এক জায়গায় বসে আছি।
এই পরিস্থিতিতে অনেক যানবাহনের চালক নিয়ম ভেঙে রাস্তার ডানদিক থেকে কুড়িল ফ্লাইওভারে ওঠার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
নিকুঞ্জের আগে চার লেইনের বিমানবন্দর সড়কের মাত্র একটি লেইন দিয়ে যান চলাচল করতে দেখা যায় সকাল সাড়ে ৮টার দিকে।
পুলিশের বিকল রেকার সরিয়ে নেওয়ার পর জট ছাড়তে শুরু করলেও দীর্ঘ সময় ওই পথে যানবাহন চলাচল করে ধীরগতিতে।