মুহিউদ্দিন নুর , দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক ও সহকারী প্রোক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন নতুন ৪ মুখ ।বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর প্রফেসর ড. মোঃ আবুল কাশেমের অনুমতিক্রমে তাদের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান ।ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন কৃষি অনুষদের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ তারিকুল ইসলাম ও একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম । এদিকে সহকারী প্রোক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেক্ট্রিক্যাল এন্ড কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদুর রহমান এবং ফিজিওলোজি এন্ড ফার্মাকলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ মাহমুদুল হাসান । জানা যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতিশীলতা আনতেই মাননীয় উপাচার্য এই নিয়োগ দিয়েছেন ।