গতকাল এবং আজ দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হলো সাবেক হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজের ১২ তম ব্যাচের রিইউনিয়ন । এ উপলক্ষে কাল সকালে এক জাক জমকপূর্ণ র্যালির আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মু: আবুল কাসেম।র্যালিটি পুরো ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরের সড়ক প্রদক্ষিন করে । এসময় কলেজের ১২ ব্যাচের শিক্ষার্থীরা নেচে গেয়ে ছবি তুলে আনন্দ প্রকাশ করেন । এরপর বিকেলে বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেন তারা , পরে এক স্মৃতিরোমন্থন সভার আয়োজন করা হয় । সন্ধ্যার পর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য । আজ তারা এক সাথে দিনাজপুরের বিভিন্ন দর্শনিয় স্থান ঘুড়ে দেখেন পাশাপাশি রাফেল ড্র এর আয়োজন করা হয় ।