কথায় আছে বন্ধু বিপদে পড়লেই আসল বন্ধুকে চেনা যায়। এরকমই বন্ধুত্বের স্বাক্ষর রাখলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যমী তরুণ তরুণী । রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র হুসাইনুর। গত বছর ওর ক্যান্সার ধরা পড়লে ভারতে নিয়ে যেয়ে চিকিৎসা করানো হয় , কেমোথেরাপির মাধ্যমে সে সুস্থ হয়ে স্বাভাবিক জিবনে ফিরে এসেছিল । কিন্তু কিছুদিন আগে ওর শরীরে আবার ক্যান্সারের অস্তিত্ব ধরা পড়ে । আবার ওকে ভারতে নিয়ে যাওয়া হয় কিন্তু ওর পরিবারের পক্ষে চিকিৎসা ভার বহন করা অসম্ভব হয়ে পড়ে । ওকে সাহায্য করতে এগিয়ে আসে সমাজের নানা পেশার মানুষ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । এরই অংশ হিসেবে হাবিপ্রবিতে অধ্যয়নরত ওর কয়েকজন বন্ধুর উদ্যোগে এখানেও শুরু হয় টাকা সংগ্রহ , কিন্তু ওই সময় ভর্তি পরীক্ষার জন্য ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় তারা ভর্তি পরীক্ষার্থীদের দারে দারে যেয়ে টাকা সংগ্রহ করে এবং কয়েকদিন আগে তা হুসাইনুরের ভাইয়ের হাতে তুলে দেয়া হয় । ওর জন্য আর্থিক সহায়তা উঠাতে দিন রাত পরিশ্রম করে হাবিপ্রবির সাফা, মীম, শাহানা, সানজিদা, মুরাদ, ফিরোজ কবির, মিজান, তাজমুল ,নুরুন্নবী, বারিক, ফিরোজ শাহ্ সহ নাম না জানা আরো অনেকেই । তারা ওর পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান । এ সময় তারা সার্বিকভাবে সহযোগিতার জন্য হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মুহিউদ্দিন নুর কেও ধন্যবাদ জ্ঞাপন করেন ।