খাজা ময়েনউদ্দিন চিশতিঃ কুড়িগ্রামে উচ্চ পুষ্টিগুন সমৃদ্ধ কমলা শাঁসযুক্ত মিষ্টি আলুর জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মিষ্টি আলু খাওয়ানোর কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলার বসুনিয়ার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাসটেইন প্রজেক্ট ও বাংলাদেশ আলু কেন্দ্রের অর্থায়নে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহায়তায় এ কর্মসূচী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মকবুল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোবাশ্বের আলী, ইউপি চেয়ারম্যান মাহাবুবার রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস ছালাম, প্রধান শিক্ষক ইয়াছমিন নারগিছ পারভীন, কৃষিবিদ মোঃ মহিদুল হাসান মানিক, বেসরকারী সংস্থা ব্র্যাকের সাসটেইন প্রজেক্টের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নাজিম উদ্দিন প্রমুখ । অনুষ্ঠানে বিদ্যালয়ের শিশুর মায়েদেরকে এই অধিক পুষ্টিগুন সমৃদ্ধ কমলা শাঁসযুক্ত মিষ্টি আলুর গুনাগুন সর্ম্পকে অবহিত করা হয়।
পরে বিদ্যালয়ের শিশুদের মিষ্টি আলু খাওয়ানোর পাশাপাশি ২ কেজি করে মিষ্টি আলু বিতরন করা হয়।