মুহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃ আজ থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষা বর্ষের জন্য ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
মেধা তালিকা থেকে আজ এ, বি, এবং সি ইউনিটের ছাত্রছাত্রিদের ভর্তি নেয়া হয়। আগামীকাল ডি, ই, এফ এবং জি ইউনিটের মেধা তালিকা থেকে ছাত্রছাত্রী ভর্তি নেয়া হবে।
ডঃ এম এ ওয়াজেদ ভবনের নিচতলায় ভর্তি কার্যক্রম চলবে। আজ দুপুর ১২ টায় অন্যান্যদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মুঃ আবুল কাশেম ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন।
আগামি ৯ ও ১০ এপ্রিল অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নেয়া হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য হাবিপ্রবির ওয়েব সাইটে পাওয়া যাবে।