সময়ের পাতা ডট কম.নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়াতে বৈদুতিক শকে এক যুবক নিহত হয়েছে।ঘটনাসূত্রে আত্রাই উপজেলার নন্দলালী গ্রামের আঃমতিনের ছেলে জনি (২৪) একই উপজেলার সামসুল হোদা মীরের বাসায় রাজমিস্ত্রীর কাজ করার সময় লোহার রড বৈদুতিক তারের সাথে সংযুক্ত হয়ে সকাল ৯ টায় আঘাত পেয়ে নিচে পড়ে।পরে বান্দাইখাড়া বাজারে চিকিৎসার জন্য আনা হলে সকাল সাড়ে ৯ টায় চিকিৎসকগণ তাকে মৃত বলে ঘোষণা করেন।এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।