খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে আটক করেছে যৌথবাহিনী। যৌথবাহিনীর দাবি, গতকাল রবিবার রাত ২টার দিকে সুপার জ্যোতি চাকমার সরকারি বাসভবনে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তাঁকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী হুমায়ুন রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীছড়ি থানার ওসি আরিফ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী। রাত ২টা নাগাদ ওই বাড়িতে অভিযান চলাকালে একটি বিদেশি স্বয়ংক্রিয় পিস্তল, পাঁচ রাউন্ড গুলিসহ তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে, সুপার জ্যোতি চাকমাকে আটকের ঘটনাকে সাজানো নাটক উল্লেখ করে অবিলম্বে তাঁর মুক্তি দাবি জানিয়েছেন ইউপিডিএফ’র সংগঠক রিকো চাকমা।