সময়ের পাতা ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ১৪ জন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তারাগঞ্জ খেয়াঘাট এলাকায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আতিক (২৬), তাজিম খাঁন (১৪) ও শিশু কোহিনুর।
এছাড়া এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
জানা গেছে, কাপাসিয়ার তারাগঞ্জ কলেজ মাঠে বিজয় মেলা দেখার জন্য নদীর ওপারের পলাশ উপজেলার আলিনগর এলাকা থেকে অন্তত ৮০ জন যাত্রী নিয়ে তারাগঞ্জ ঘাটের কাছে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে যাত্রীরা তড়িঘড়ি করে নামতে থাকেন। এসময় ট্রলারটি শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়।