অনলাইন ডেস্কঃ চলন্ত ট্রেন হোক বা রেললাইন, রেলের যে কোনও জায়গায় দাঁড়িয়ে সেলফি তুললে এবার থেকে শুধু জরিমানা নয়, টানতে হতে পারে জেলের ঘানিও। ভারত জুড়ে একের পর এক সেলফি জ্বরে আক্রান্ত হয়ে দুর্ঘটনায় মৃত্যু রুখতে এবার এমনই কড়া নির্দেশিকা জারি করতে চলেছে রেল মন্ত্রণালয়।

কিন্তু বর্তমানে ট্রেনের যাত্রীদের ক্ষেত্রে যে সমস্ত আইন প্রয়োগ করা যায়, তাতে কোথাও সেলফি তোলার ক্ষেত্রে কড়া অবস্থান নেওয়া সম্ভব হচ্ছিল না রেলপুলিশের। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু।
পরিস্থিতির সমাধানে রেলমন্ত্রী একাধিকবার বিষয়টি নিয়ে বৈঠকও করেন আরপিএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে। তাদের এবিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন।