নওগাঁর আত্রাই থানা পুলিশ গতকাল সমবার হাটকালুপাড়া ইউনিয়নে গোপন সংবাদের উপর ভিওি করে এক অভিযান চালিয়ে আত্রাই থানার সাহসী পুলিশ অফিসার এস,আই সুতসোম সরকার সঙ্গীয় ফোর্স সহ বান্দাইখাড়া গ্রামের জান বকস্ এর ছেলে মোঃজালাল(৪৫) ও মোঃমাজেদএর ছেলে মোঃ ফিরোজ( ২৯) কে ৩ পুরা ইরোইন ও ২ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী কে মাদক সেবন করা অবস্হায় বান্দাইখাড়া সিদ্দেশ্বরী মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।স্নানীয় ও পুলিশ সুত্রে জানা যায় দীর্ঘদিন থেকে তারা দুই জন সহ এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ও তাদের বিরুদ্ধে থানায় মাদক এর মামলা আছে বলে জানা গেছে এবং এক সপ্তাহের ব্যবধানে হাটকালুপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মাদক সেবী ও মাদক ব্যবসায়ী অনেক কে আটক করেছে বলে জানিয়েছে এসআই সুতসোম সরকার।এই বিষয়ে আত্রাই থানা ও,সি বদরুদোজ্জা চৌধুরীর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান আত্রাই থানা কে মাদক মুক্ত করার লক্ষে হাটকালুপাড়া সহ ৮ টি ইউনিয়নে প্রতিদিন আমাদের অভিযান চলছে গোপন সংবাদ পেয়ে দুই মাদক ব্যবসায়ী জালালও ফিরোজ কে গ্রেফতার সহ আত্রাই থানায় মাদকদ্রব্য আইনে এস,আই সুতসোম সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করে ধৃত আসামী কে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।