কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়।
পরে সকাল 11টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে পৌর বিএনপির শোডাউন দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় যোগ দেন। সভায় উপস্থিতি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, সাংগঠনিক সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু ও পৌর বিএনপির উপদেষ্টা জাহিদ হাসান জাহিদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সহ দল বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যকনেত্রীবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
সভায় বক্তারা অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।