সময়ের পাতা ডেস্ক: ভারতীয় দর্শকদের মন জয় করে প্রিয়াংকা চোপড়া এখন হলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন ভলোভাবে।
স্থান পেয়েছেন হলিউড মোস্ট পপুলার সেলিব্রেটি লিস্টেও। শুধু তাই নয় জনপ্রিয় হলিউড তারকা জেনিফার এনিস্টন, এমা ওয়াটসন, জনি ডেপ, স্কার্লেট জোহানসন এমনকি সম্প্রতি অস্কারজয়ী লিওনার্দো ডি ক্যাপ্রিওকেও ছাড়িয়ে এগিয়ে আছেন প্রিয়াংকা চোপড়া।
এই তালিকায় ৫৫ নম্বরে আছে তার নাম।
এই কাহিনী এখানেই শেষ নয়, প্রিয়াংকাই একমাত্র ভারতীয় অভিনেত্রী যিনি এই তালিকায় আাছেন।
এছাড়াও এই ৩৪ বছর বয়সী অভিনেত্রী তার প্রথম পরিচালনায় তৈরী করতে যাচ্ছেন নতুন সিরিয়াল “বিচওয়ে” সঙ্গে আছেন আরেক পরিচালক সেথ জরডন। এতে করে আরও একধাপ এগিয়ে যাবেন এই অভিনেত্রী।