মুহিউদ্দিন নুর , দিনাজপুর প্রতিনিধিঃ নবীনদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । আজ সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন কার্যক্রম শেষ হওয়ার পর দুপুর থেকে বিভিন্ন অনুষদের পক্ষ থেকে স্ব স্ব অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। দুপুর ২ টা ৩০ মিনিটে বিজনেস স্টাডিস অনুষদের পক্ষ থেকে অডিটোরিয়াম ২ তে নবীনদের জন্য ওরিয়েন্টেশনের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মু: আবুল কাসেম ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিস অনুষদের ডিন মোঃ জাহাঙ্গীর কবির । উপস্থিত ছিলেন ছাত্র পরমর্শ ও নির্দেশনা বিভাগের সহকারি পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম সহ অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য শিক্ষক বৃন্দ। ।প্রধান অতিথি সহ উপস্থিত সকলেই নবীনদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, মাননীয় উপাচার্য তার বক্তব্যে সেশন জটের উপর গুরুপ্ত প্রদান করেন । তিনি বলেন এখন বিশ্ববিদ্যালয়ে তেমন সেশন জট নেই , যেটুকু আছে সেটুকুও থাকবেনা । এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মানউন্নয়ন ও কোর্স কারিকুলামের মানউন্নয়নে কর্যকরী ভুমিকা নেয়ার কথা বলেন । তিনি তার বক্তব্যে ব্যাবসায় শিক্ষার গুরুপ্ত তুলে ধরে বলেন বর্তমানে যেকোন পেশায় উপরের পজিশনে যেতে ব্যাবসায় শিক্ষার তথা বিবিএ/এমবিএ এর বিকল্প নেই।সভাপতির বক্তব্যে জনাব জাহাঙ্গীর কবির বলেন যেহেতু নবীনরা ইতোমধ্যে তিন মাস পেছিয়ে গেছে সেটা কমিয়ে নিয়ে আসার জন্য যা করা প্রয়োজন আমরা করবো । তিনি বলেন এ জন্য দরকার হলে প্রতি সেমিস্টারে ১৫-২০ দিন ছুটি কমিয়ে নিয়ে আসতে হবে । এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ছাত্রলীগ নেতা সৌরভ ও আশরাফুল আলম ।