ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো দ. আফ্রিকা অক্টোবর 23, 2019 0 6 Share on Facebook Tweet on Twitter চতুর্থ দিন মাত্র দুই ওভার স্থায়ী হলো দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। ৮ উইকেটে ১৩২ রান নিয়ে শুরু করে মাত্র এক রান যোগ করতে পারে সফরকারীরা। অভিষিক্ত শাহবাজ নাদিম শেষ দুই উইকেট তুলে নেন। ৮৩ বছর পর টানা দুই টেস্টে ইনিংস ব্যবধানে হারলো দক্ষিণ আফ্রিকা।