সময়েরপাতাঃ সৌদি আরব বিদেশি শ্রমিকের আয়ে কোনো ধরনের শুল্ক বসাবে না । দেশটির অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে রবিবার এমন ঘোষণা দেয়া হয়েছে। শনিবার রাজ্যের উপদেষ্টা কমিটি শুরা কাউন্সিল ঘোষণা দেয়, বিদেশি রেমিট্যান্সের ওপর ছয় ভাগ শুল্ক বসানোর প্রস্তাব করার কথা ভাবছে তারা।
এরপরপরই দেশটির অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন সম্ভাবনা নাকচ করে দেয়া হয়। ওই ঘোষণায় বলা হয়, দেশের বাইরের রেমিট্যান্সের ওপর কোনো ধরণের ফি বসানো হবে না। রাজ্যে ও রাজ্যের বাইরে পূঁজির অবাধ প্রবাহের নীতিতে সৌদি আরব প্রতিজ্ঞাবদ্ধ। খবর আরব নিউজের।
সৌদি আরবের এক তৃতীয়াংশ মানুষই বিদেশি। করের অনুপস্থিতি ও পারিশ্রমিক বেশি হওয়ায় প্রতিবছরই কর্মসংস্থানের জন্য সৌদি আরবে যান অনেকে।